নয়াদিল্লি: অবসর গ্রহণের পর দিল্লির ১০ রাজাজী মার্গই ঠিকানা হতে পারে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ওই ঠিকানায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার সরকারি বাসভবন। আগামী জুলাই মাসেই মেয়াদ শেষ হচ্ছে প্রণবের।
ওই বাসভবন ছাড়াতে কোনও আপত্তি রয়েছে কিনা, তা মহেশ শর্মার কাছে নগরোন্নয়নমন্ত্রক জানতে চেয়েছিল। মন্ত্রী সানন্দে ওই বাসভবন ছাড়তে রাজি হয়েছেন। মহেশ শর্মা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি ওই বাসভবন অবিলম্বে খালি করে দিতে রাজি। কারণ, ওই জায়গাটি আমার চেয়ে রাষ্ট্রপতির কাছে গুরুত্বপূর্ণ।
ল্যুটিয়েন্স দিল্লির ১০ রাজাজী মার্গের এই বাসভবনই ছিল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ঠিকানা। ২০১৫-তে মারা যাওয়ার আগে পর্যন্ত কালাম এখানেই থাকতেন।
এর পরবর্তী কালে মহেশ শর্মাকে ওই বাসভবন বরাদ্দ করা হয়। তিনি এমনিতে নয়ডাতেই থাকেন। তবে সরকারি বৈঠক এখানে করেন।
১১,৭৭৬ বর্গ ফুট জুড়ে রয়েছে ১০ রাজাজী মার্গের বাড়িটি। নিচতলায় রয়েছে গ্রন্থাগার ও পড়ার জায়গা।
অবসরের পর ১০ রাজাজী মার্গ হতে পারে রাষ্ট্রপতির বাসভবন
ABP Ananda, web desk
Updated at:
19 Jan 2017 01:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -