নয়াদিল্লি: নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিদিন খেলার পিরিয়ডকে বাধ্যতামূলক করার জন্য সিবিএসই-র ভূয়সী প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। পাশাপাশি, কেন্দ্রীয় বোর্ডকে তাঁর পরামর্শ, পরিধি বাড়িয়ে সব শ্রেণির জন্যই এই ক্লাস বাধ্যতামূলক করা হোক।


সম্প্রতি, স্কুলগুলির জন্য নতুন ক্রীড়া নীতি প্রণয়ন করেছে সিবিএসই। সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য প্রতিদিন একটি পিরিয়ড খেলার ক্লাসকে বাধ্যতামূল করা হয়েছে। বোর্ডের লক্ষ্য, জড় জীবনযাপন থেকে ছাত্রছাত্রীদের বের করে আনা এবং তাদের আলস্য কাটিয়ে উঠতে সাহায্য করা।


 সিবিএসই-র এই উদ্যোগের ভূয়সী  প্রশংসা করে চেয়ারম্যান অনিতা কারবালকে লেখা একটি চিঠিতে সচিন বলেন, স্থুলতার নিরিখে বিশ্বে তিন নম্বরে ভারত। যা সত্যিই উদ্বেগের বিষয়। তরুণ অথচ অসুস্থ, অপটু ভারত বিপর্যয়ের ইঙ্গিত। ইস্যুটির মোকাবিলা করতে আমাদের শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা দরকার।


ভারতের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তির মতে, স্বাস্থ্য ও শারীরিক কসরতের জন্য প্রতিদিন একটি পিরিয়ড সংরক্ষিত করে সঠিক পদক্ষেপ নিয়েছে সিবিএসই। তবে, এখনও এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি যোগ করেন, যেহেতু,  এই উদ্যোগের মূল লক্ষ্য হল শিশুদের মধ্যে স্থুলতা কমানো, তাই এই ক্লাসকে অন্য শ্রেণিতেও বাধ্যতামূলক করা হোক।