নয়াদিল্লি: ভারতীয় সেনার বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের কিছু বলা চলবে না। যিনিই বলবেন, তাঁকে কেটে টুকরো টুকরো করে ফেলতে হবে। এজন্য আইন চালু হোক।

উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আজম খানের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা এই দাবি তুলে বিতর্ক বাঁধালেন রাজস্থানের এক মন্ত্রী।




গত ২৮জুন এক দলীয় অনুষ্ঠানে সমাজবাদী পার্টি নেতা আজম মন্তব্য করেন, সেনাবাহিনীর 'অত্যাচার' এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে, কোনও কোনও জায়গায় মহিলারা তাদের গোপনাঙ্গ কেটে দিয়েছেন! কেন আজম সেনা জওয়ানদের সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য করছেন, সেই প্রশ্ন তুলে নিন্দা করেছেন অনেকে।




আর রাজকুমার রিনওয়া নামে রাজস্থানের মন্ত্রী শিকারে এক অনুষ্ঠানে বলেছেন, যে সেনারা দেশের সেবা করছেন, তাঁদের সম্পর্কেই এমন কথা বলছেন রাজনীতিকরা। সংবিধানে এমন আইন চালু করতে হবে যাতে এমন নেতাদের কেটে টুকরো টুকরো করে ফেলা যায়। মামলা দায়ের করার দরকার নেই, ৫ মিনিটে ওদের খতম করে দেওয়া সম্ভব হয়। সেনা জওয়ানদের গোপনাঙ্গ কেটে নেওয়া ভাল কাজ, এটা বলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কখনও ৫০ ডিগ্রি গরমে, কখনও শূন্য ডিগ্রি ঠান্ডায় ওঁরা কাজ করেন।