নয়াদিল্লি: বিয়ের অনুষ্ঠানে আনন্দ প্রকাশ করার জন্য ছোঁড়া গুলিতে একটি মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিক্রান্ত। সে একটি জিমের ইনস্ট্রাকটর। তার বিরুদ্ধে অতীতেও অপরাধের প্রমাণ রয়েছে। জেরার মুখে কৃতকর্মের কথা স্বীকার করেছে বিক্রান্ত।

দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) রবীন্দ্র যাদব জানিয়েছেন, গত ১৬ এপ্রিল মঙ্গলপুর কালান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে পিস্তল থেকে গুলি চালায় বিক্রান্ত। একটি মেয়ের মাথায় সেই গুলি লাগে। ১৯ এপ্রিল তার মৃত্যু হয়। বিক্রান্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। সে এতদিন পলাতক ছিল। রোহিনী মেট্রো স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিক্রান্ত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিল। কিন্তু তার সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।