জয়পুর: দিনকয়েক আগেই গণপিটুনি, আইন হাতে তুলে নেওয়ার তীব্র নিন্দা করেছেন সু্প্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু তাতেও পরিস্থিতি বদলানোর লক্ষণ নেই। রাজস্থানের আলওয়ারে গরু চোরাইয়ের সন্দেহে ২৮ বছরের এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল লোকের বিরুদ্ধে। নিহত আকবর খান হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা। গতকাল রাতে আলওয়ারের লালাওয়ান্দি গ্রামের কাছে জঙ্গলের ভিতর দিয়ে আকবর ও আরেক ব্যক্তি দুটি গরু নিয়ে নিজেদের গ্রামে যাচ্ছিলেন। সে সময় একদল লোক গরু পাচারের সন্দেহে তাঁদের ধরে পেটায়। যদিও অভিযোগ, সন্দেহের কোনও ভিত্তি আছে কিনা, এখনও জানা যায়নি। একথা জানিয়েছেন রামগড় থানার এসএইচও সুভাষ শর্মা।
আকবরের সঙ্গে থাকা লোকটি কোনওমতে পালিয়ে বাঁচেন। আকবরকে রামগড়ের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান ডাক্তাররা। মর্গে তাঁর দেহ রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে ময়না তদন্ত হবে।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশকর্তাটা জানিয়েছেন।