নয়াদিল্লি: ফের উন্মত্ত জনতার হামলার ঘটনা। এবার গাজিয়াবাদের আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধর করল একদল দুষ্কৃতী। প্রহৃত ব্যক্তি ভিন ধর্মের মহিলাকে বিয়ে করতে আদালতে এসেছিলেন। আদালত চত্বরে ওই ব্যক্তির নিগ্রহের ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভোপালের বাসিন্দা ওই যুবক সোমবার বিকেলে ভিন ধর্মের মহিলার সঙ্গে তাঁর বিয়ে রেজিস্ট্রি করতে আদালতে এসেছিলেন। মহিলা বিজনোরের বাসিন্দা। ভিন ধর্মে এই বিয়ের খবর পৌঁছে যায় হামলাকারীদের কাছে। বিয়ে রেজিস্ট্রির পদ্ধতি সম্পর্কে আলোচনা করার সময় ওই যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীদের দল।
ওই যুবক ও মহিলা নয়ডাতে কাজ করেন। সেখানেই একে অপরের প্রেম। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। আদালত চত্বরে উপস্থিত পুলিশ কর্মীরা ওই যুবককে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন। ওই যুবক ঘটনায় আহত হয়েছেন। তবে মহিলার কোনও আঘাত লাগেনি।
গাজিয়াবাদ পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। সিহানি গেট থানার স্টেশন হাউস অফিসার সঞ্জয় পান্ডে বলেছেন, বিনোদ ও নভনীত নামে দুইজন এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ভিন ধর্মের মেয়েকে বিয়ে করতে এসে গাজিয়াবাদ আদালত চত্বরে প্রহৃত যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2018 06:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -