এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এনআইএ-র কন্ট্রোল রুমে ফোন করে জনৈক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাশকতার হুমকি দেয়। এনআইএ থেকে পুলিশকে খবর পাঠানো হয়। ৭ রেসকোর্স রোডে মোদীর বাসভবন ও সিভিল লাইন্সে কেজরীবালের বাসভবনে বোমা নিষ্ক্রিয়কারী দল সহ একাধিক টিম ছুটে যায়। এক নিরাপত্তা অফিসার বলেন, দুটি জায়গায় ব্যাপক তল্লাশি চলে। কিন্তু সন্দেহজনক কিছুই মেলেনি। ফোনটি ভুয়ো। দিল্লি পুলিশের সন্ত্রাস দমন সেলকেও জানানো হয়।
জানা গিয়েছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল পরিষেবার মাধ্যমে ফোনটি করা হয়েছিল। লোকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলাও করা হবে।
প্রসঙ্গত, এ সপ্তাহের গোড়ায় এক ব্যক্তি রাষ্ট্রপতি ভবন, দিল্লির আরও কিছু জায়গায় বোমা রাখা আছে বলে হুমকি দিয়ে ফোন করেছিল পুলিশ কন্ট্রোল রুমে। খোঁজাখুঁজি শুরু হয়। লোকটিকে দিল্লির সাগরপুর এলাকায় পাওয়া যায়। জানা যায়, লোকটি মাদকাসক্ত। সে প্রাক্তন পুলিশ কমিশনার বি এস বাসির নম্বর চাইছিল। কিন্তু অপারেটর তার দাবি নাকচ করায় সে রাষ্ট্রপতি ভবনে বিস্ফোরক রাখার কথা বলে।