নয়াদিল্লি: সংবিধানে বাক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, মানুষের ধৈর্য্যশীল হওয়া উচিত। ‘রাম কি জন্মভূমি’ ছবির মুক্তির মামলায় বুধবার একথা বলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। ২৯ মার্চ মুক্তি পাবার কথা ছিল এই ছবির।

নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করে‘রাম কি জন্মভূমি’ ছবির মুক্তি বন্ধের জন্য মামলা দায়ের করেছিলেন ইয়াকুব হাবিবুদ্দিন টুসি নামে এক ব্যক্তি। তিনি দাবি করেছিলেন, এই ছবি মুঘল বংশের ব্যক্তিগত বিষয়ে আঘাত হানতে পারে, এমনকি সৃষ্টি করতে পারে সাম্প্রদায়িক উত্তেজনাও। এই ভিত্তিতে তিনি ‘রাম কি জন্মভূমি’-র প্রযোজক এবং কেন্দ্রকে এই ছবির মুক্তি বন্ধ করতে আবেদন করেন।

সমস্ত মামলা ও নথিপত্র দেখে দিল্লি হাইকোর্টের বিচারপতি বিভু ভাকড়ু জানান, ১৯ নং ধারা অনুযায়ী সংবিধানে বাক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। মানুষের উচিত আরও একটু ধৈর্যশীল হওয়া। তিনি আরও বলেন, ইয়াকুব হাবিবুদ্দিন টুসির দায়ের করা পিটিশনে সিনেমাটির ঠিক কোন অংশ মুঘল বংশকে আঘাত করতে পারে বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে তার উল্লেখ নেই। সমস্ত পিটিশনই দায়ের করা হয়েছে সিনেমাটির নামে আপত্তি জানিয়ে। টুসিকে আপত্তিজনক অংশের কথা উল্লেখ করে একটি নতুন পিটিশন জমা করতে বলা হয়েছে।