জুয়ায় হেরে ১৫ লক্ষ টাকা দেনা, স্ত্রী, চার মেয়ে, ছেলেকে বেচে দিলেন অন্ধ্রের এই ব্যক্তি!
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jun 2018 05:53 PM (IST)
নয়াদিল্লি: জুয়ায় হেরে ১৫ লাখ টাকা দেনা হয়েছে। টাকার জোগাড় করতে একে একে স্ত্রী, মেয়ে, বাকি সন্তানদের, পুরো পরিবারকেই বেচে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কোয়লাকুন্তলার এক বাসিন্দা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল।
পশুপতি মাদ্দিলেতি নামে লোকটি জুয়া, মদে আসক্ত। প্রথমে ১৭ বছরের মেয়েকে এক আত্মীয়ের কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করেন তিনি, তারপর স্ত্রী, বাকি ছেলেমেয়েদের ৫ লক্ষ টাকায়।
তাঁর চার মেয়ে, এক ছেলে। ১৭ বছরের মেয়েকে আত্মীয়ের হাতে তুলে দেওয়ার পর বাকি থাকে ৬,৮, ১০ বছরের তিন মেয়ে, ৪ বছরের ছেলে।
মাদ্দিলেতি প্রথমে নিজের ভাইয়ের কাছে স্ত্রী, তিন মেয়ে ও একমাত্র ছেলেকে ৫ লক্ষ টাকায় বেচে দেওয়ার ব্যাপারে কথা বলেন। ভাই মাদ্দিলেতির স্ত্রীর সঙ্গে লেখাপত্র করার জন্য চাপ দেন, কিন্তু তিনি বেঁকে বসেন। এজন্য মাদ্দিলেতি স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। অনেকবার তাঁকে বেচে দেওয়ার চেষ্টা করেন মাদ্দিলেতি। তিনি বাপ-মায়ের কাছে পালিয়ে যান। শেষমেষ তাঁরা পুলিশে অভিযোগ করেন। স্থানীয় পুলিশ অবশ্য গোটা পরিবারকে বেচে দেওয়ার চেষ্টার অভিযোগের কথা বলেনি।
পরে দেখা যায়, মাদ্দিলেতি যে বুদাগা সম্প্রদায়ের লোক, সেখানে স্ত্রী কেনাবেচা বহুদিনের প্রথা। পুলিশ জানায়, হেনস্থার অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনাটি সম্পর্কে সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা (সিডিএস) দপ্তরের জনৈক কর্তা বলেন, অন্ধ্রের লোকটি পুরো পরিবারকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বেচে দিয়েছেন, মিডিয়া মারফত এ খবর শুনে তিনি উদ্যোগ নিয়ে মেয়েগুলিকে উদ্ধার করে শিশুদের দেখভালের জন্য সরকারি হোমে রাখার ব্যবস্থা করেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -