ঔরঙ্গাবাদ: ববিতা ফোগত, রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে সিটি চক থানায় অভিযোগ দায়ের। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের যে ব্যক্তি তাঁদের বিরুদ্ধে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ ছড়ানোর অভিযোগ এনেছেন, তিনি তবলিগি জামাতের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির দাবি, অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি ও পদকজয়ী কুস্তিগীর তথা বিজেপি নেত্রী ববিতার নোভেল  করোনাভাইরাস সংক্রান্ত ট্যুইটের লক্ষ্য সমাজে ধর্মীয় বিভাজন ছড়ানো।


অভিযোগটি ঔরঙ্গাবাদের কমিশনারের মাধ্যমে ওই দুজন যেখানে থাকেন, সেখানকার  পুলিশের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।


জনৈক পুলিশ অফিসার বলেছেন, অভিযোগকারী ফোগতের ২ এপ্রিল ও ১৫  এপ্রিলের ট্যুইটের উল্লেখ করেছেন। চান্দেলের ১৫ এপ্রিলের ট্যুইটের উদ্দেশ্যও ছিল একট বিশেষ সম্প্রদায়কে নিশানা করা, ঘৃণা-বিদ্বেষ ছড়ানো বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ,  তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের করা হোক ফোগত, চান্দেলের বিরুদ্ধে।


প্রসঙ্গত, চান্দেল ও ফোগত, দুজনের বিরুদ্ধেই করোনাভাইরাস সংক্রমণ নিয়ে তবলিগি জামাতকে নিশানা করতে গিয়ে একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠী সম্পর্কে কটূক্তির অভিযোগ উঠেছে।