নয়াদিল্লি: জুসার ও ব্লুটুথ স্পিকারের মধ্যে করে দেশে চোরাই সোনা নিয়ে ঢোকার সময় দিল্লি বিমানবন্দরে গ্রেফতার ১ ব্যক্তি। ওই ব্যক্তি দুবাই থেকে আসছিলেন, তাঁর কাছ থেকে মোট ৪৬২ গ্রাম ওজনের ২টি সোনার বাট মিলেছে।
অভিযুক্তের জিনিসপত্র ও শরীর তল্লাসিতে পাওয়া গিয়েছে ওই সোনা, যার বাজার দাম ১৫.৯৬ লাখ টাকা। জুসারের ভেতরে মোটরের মধ্যে আটকানো ছিল একটি বাট, অন্যটি ছিল ব্লুটুথ স্পিকারের মধ্যে। জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন,এর আগে ৭ বারের সফরে তিনি ১.১১ কোটি টাকা মূল্যের ৩.২ কেজি সোনা বাইরে পাচার করেছেন, বেআইনিভাবে দেশে নিয়ে এসেছেন ১.১২ কোটি টাকার সমতুল্য অর্থ। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।
জুসার, ব্লুটুথ স্পিকারের মধ্যে পাচার হচ্ছিল সোনা, দিল্লি বিমানবন্দরে হাতেনাতে গ্রেফতার ১
ABP Ananda, Web Desk
Updated at:
18 Nov 2019 01:42 PM (IST)
জুসারের ভেতরে মোটরের মধ্যে আটকানো ছিল একটি বাট, অন্যটি ছিল ব্লুটুথ স্পিকারের মধ্যে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -