পুণে: এক মহিলা অফিসের ওয়াশরুমে ঢুকলে পাশের টয়লেট থেকে লুকিয়ে ফোনের ক্যামেরায় তাঁর ছবি তোলার চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক।
খারাডি এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ওই মহিলা। অভিযুক্ত রাজকুমার রাজবাহাদুর যাদব নামে ২৪ বছর বয়সি লোকটি সেন্টারের হাউসকিপিং বিভাগের কর্মী। গতকাল রাতে ওই মহিলা ওয়াশরুমে ঢুকে আচমকা দেখেন ওয়াশরুমের দেওয়াল ও সিলিংয়ের মাঝে ফাঁকা জায়গা দিয়ে মোবাইল ফোনে তাঁর ছবি উঠছে। পাশের টয়লেটের আসনে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিল লোকটি। ভয়ে মহিলা চিত্কার করে টয়লেট থেকে তাকে বেরিয়ে আসতে বলেন। সে বেরিয়ে আসতেই তাকে পাকড়াও করতে যান তিনি। কিন্তু তাঁকে ধাক্কা দিয়ে ছুটে পালায় লোকটি। যদিও তাকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা।
মহিলার সংস্থার লোকজন পুলিশে খবর দেন। রাজকুমারকে দ্রুত এসে গ্রেফতার করে পুলিশ। উত্তরপ্রদেশের লোক সে। ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
টয়লেটের সিটে দাঁড়িয়ে মোবাইল ফোনে ওয়াশরুমে মহিলার ছবি তোলার চেষ্টা, গ্রেফতার
Web Desk, ABP Ananda
Updated at:
26 Apr 2017 05:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -