মথুরা:  দাদা রেলে স্টোরকিপারের চাকরি করতেন। সেই চাকরি হাতাতে দাদাকে দুনিয়া থেকেই সরিয়ে দিল ভাই। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মথুরায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাই ও এক ভাড়টে খুনিকে গ্রেফতার করেছে।
জিআরপি সার্কেল অফিসার আর কে গৌতম জানিয়েছেন, বিষ্ণুপ্রসাদ নামে এক ব্যক্তি এখানকার রেল স্টেশনে স্টোরকিপার হিসেবে চাকরি করতেন। বিষ্ণুপ্রসাদই ভাই কৃষ্ণকে তাঁর নমিনি করেছিলেন। দাদা মারা গেলে ক্ষতিপূরণ হিসেবে সে-ই রেলের ওই চাকরি পাবে আশা করে কৃষ্ণ দাদাকে খুনের ছক কষে। এজন্য সে দুই ভাড়াটে খুনিকে নিয়োগ করে। গত ৬ ডিসেম্বর খুন হন বিষ্ণপ্রসাদ।
প্রথমে কৃষ্ণ দাদার শ্বশুরবাড়ির লোকজনদের দায়ী করে। কিন্তু  পরে পুলিশের জেরায় ভেঙে পড়ে অপরাধ কবুল করে বলে পুলিশ জানিয়েছে। সে দুই ভাড়াটে খুনির নামও বলে। এরইভিত্তিতে পুলিশ কৃষ্ণ ও এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে। ওই ভাড়াটে খুনিকে কৃষ্ণর দেওয়া ১০,৮০০ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। দাদাকে খুনের জন্য ভাড়াটে খুনিদের কৃষ্ণ ২৫ হাজার টাকা দেয় বলে অভিযোগ।