নয়াদিল্লি:  পুলিশ হোক বা না হোক, অযথা মহিলাদের দেখলেই অশালীন অঙ্গভঙ্গি, কুরুচিকর কথা বললেই এবার মার খাওয়ার জন্যে প্রস্তুত থাকতে হবে অভিযুক্তদের। অন্তত দিল্লি বিমানবন্দরে গত ২৭ জুন ঘটে যাওয়া এক ঘটনা এমনই ইঙ্গিত দিচ্ছে।

পঞ্জাবের বাসিন্দা পঞ্চাশের কোঠায় থাকা ওই ব্যক্তি সেদিন কুয়েত হয়ে নিউ ইয়র্ক যাওয়ার উড়ান ধরার জন্যে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছে ছিল। রাত প্রায় দুটো নাগাদ চেক-ইন কাউন্টারের কাছে হেল্পডেস্কে যায় ওই ব্যক্তি। সেখানেই দাঁড়িয়ে ছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ওই মহিলা কনস্টেবল। প্রথমে আলাপ জমিয়ে, তারপর সাদা পোশাকে থাকা ওই সিআইএসএফ কনস্টেবলকে দেখে অভব্য আচরণ করে ফেলে ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে নিজের সিনিয়রদের হাতে তুলে দেয় ওই মহিলা। পরে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি ওই সময় মদ্যপ ছিল। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার প্রমাণ যোগাড় করে তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই বিমানবন্দরের টার্মিনাল থ্রি থেকে মহিলাদের সঙ্গে অভ্যব আচরণের খবর আসছিল। পরিস্থিতির ওপর নজর রাখতেই সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে রেখেছিল বিমানবন্দেরর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ।