ইনদওর: জিমের ট্রেনারের কাছে এক যুবকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। এরই জেরে তাঁকে মারধর করল ওই যুবক। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ইনদওর। সিসিটিভি ফুটেজে এই মারধরের ঘটনা ধরা পড়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


ডেপুটি পুলিশ সুপার শশীকান্ত কনকনে বলেছেন, অভিযুক্ত যুবকের নাম পুনীত মালব্য। সে মন্দসৌরের বাসিন্দা। আক্রান্ত তরুণীর অভিযোগ, তিনি ও পুনীত একই জিমে যান। সম্প্রতি তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে পুনীত। তার বিরুদ্ধে জিমের ট্রেনারের কাছে অভিযোগ করেন তিনি। এরপরেই পুনীত তাঁকে মারধর করে। ঘুঁষি, লাথি কিছুই বাদ যায়নি। পুনীতের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই জিমেপর ট্রেনার রনিত সোনানে বলেছেন, ওই তরুণীকে মারধর করার পরেই পুনীত পালিয়ে গিয়েছে। তবে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়ায় পুনীতের খোঁজ পাওয়া সহজ হবে বলেই আশা করছেন তিনি।