নয়াদিল্লি: বিহারের মুজফফপুরে মালবাহী ট্রেনের মাথায় উঠে সেলফি তোলার সময় ওভারহেড হাই টেনশন তারে লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। ৩০ হাজার ভোল্টের তারের সঙ্গে তাঁর স্পর্শ হওয়া মাত্র তীব্র ঝলক দেখা যায়। আগুনে ঝলসে যান রোহন কুমার নামে ওই যুবক। মুজফফরপুর রেল পুলিশের স্টেশন হাউস অফিসার আচ্ছে লাল সিংহ মিডিয়াকে বলেন, গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ নারায়ণপুর অনন্ত স্টেশনে মালবাহী ট্রেনের মাথায় ওঠেন ২২ বছরের ছেলেটি।
তিনি সিকন্দরপুর এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন, রেল ইয়ার্ডের শ্রমিকরা ঘটনার প্রত্যক্ষদর্শী। রোহনের এক বন্ধুও তাঁর সঙ্গে ছিলেন। যদিও মর্মান্তিক ঘটনার পর থেকে তিনি বেপাত্তা বলে জানিয়েছে পুলিশ।
বিহারে ট্রেনের মাথায় উঠে সেলফি নিতে গিয়ে হাই টেনশন তারে লেগে ঝলসে গেলেন যুবক!
Web Desk, ABP Ananda
Updated at:
17 Feb 2018 05:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -