লখনউ: স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ করতে গিয়েছিলেন থানাতে। সেখানে গিয়ে থার্ড ডিগ্রি পুলিশি অত্যাচার সহ্য করতে হল স্বামীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরে। রাজ্যের ডিজিপি ওপি সিংহ সোমবার এই অভিযোগ পেয়ে মইনপুরের স্টেশন হাউস অফিসার ও অন্যান্য কর্তব্যরত পুলিশকর্মীদের সাসপেন্ড করেন। পুলিশ সূত্রের খবর, ঘটনাটির কথা উত্তরপ্রদেশের পুলিশকে টুইটারে জানানো হয়। তারপরই এই পদক্ষেপ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকেই। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই অঞ্চল।
সূত্রের খবর, ওই দম্পতি মোটর সাইকেলে চেপে মইনপুরের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, পথে তিনজন সমাজবিরোধী গাড়ি করে এসে তাঁদের পথ আটকায়। তারপর স্বামীর চোখে কিছু স্প্রে করে তাঁকে সাময়িক দৃষ্টিহীন করে দেয় এবং স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বেশ কয়েক কিলোমিটার পরে নির্যাতিতাকে ফেলে রেখে যায় তারা।
অভিযোগ, নির্যাতিতার স্বামী থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে প্রথমেই হেনস্থা করে পুলিশ। তিনি মিথ্যা অভিযোগ করছেন বলে মারধর করা হয়। তারপর তাঁর উপর অকথ্য অত্যাচারও করা হয় বলে অভিযোগ। তাঁর দুটি আঙুলও ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে নির্যাতিতা নিজে থানায় গিয়ে অভিযোগ জানালে তাঁর অভিযোগ নেওয়া হয়।
মইনপুরে স্ত্রীকে 'ধর্ষণ'-এর অভিযোগ জানাতে গেলে স্বামীকে থার্ড ডিগ্রি! সাসপেন্ড এসএইচও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2019 01:19 PM (IST)
পথে তিনজন সমাজবিরোধী গাড়ি করে এসে তাঁদের পথ আটকায়। তারপর স্বামীর চোখে কিছু স্প্রে করে তাঁকে সাময়িক দৃষ্টিহীন করে দেয় এবং স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -