রাঁচি:  কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের সিদ্ধান্তের পর মাওবাদীরা তাদের কাছে গচ্ছিত বাতিল টাকা বদল বা ব্যাঙ্কে জমা করতে পারে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিহার ও ঝাড়খণ্ডে বিভিন্ন ব্যাঙ্কের সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এক পদস্থ পুলিশ আধিকারিক বলেছেন, মাওবাদীরা ব্যবসায়ী ও খনি মালিকদের কাছ থেকে প্রচুর টাকা তোলা আদায় করেছে। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা রিয়েল এস্টেটে লগ্নির জন্য তারা ওই অর্থ আদায় করেছে।
এরইমধ্যে ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসে গ্রেফতার হয়েছেন মাওবাদীদের প্রতি সহানুভূতিসম্পন্ন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, রাঁচি সংলগ্ন বেরোর এক পেট্রোল পাম্পের মালিক নন্দকিশোরকে গত বৃহস্পতিবার সন্ধেয় গ্রেফতার করা হয়েছে। তিনি ২৫ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিতে আসছিলেন। পরে পুলিশের জেরায় তিনি স্বীকার করেছেন যে, ওই টাকা নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফএলআই)-এর প্রধান দীনেশ গোপের। ওই টাকা নিজের অ্যাকাউন্টে জমা করতে এসেছিলেন নন্দকিশোর।
ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র এমএস ভাটিয়া জানিয়েছেন, তাঁরা লেনদেনের ওপর নজর রাখছেন।