নয়াদিল্লি: ভালবাসা মানুষকে একে অপরের সঙ্গে বেঁধে রাখে, আর সেই ভালবাসাকে তখনই ধরে রাখা সম্ভব যখন সেখানে সমতা বজায় থাকে। কিন্তু অনেক সময়ই অনেকের ভালবাসা একটু অন্যরকমের হয়। যেমন সমলিঙ্গে ভালবাসা বা অনেক সময় রূপান্তকামীদের ভালবাসা। বেশিরভাগ সময়ই সেই ভালবাসায় সিলমোহর দেয় না সমাজ। কিন্তু সমাজ যদি মানুষের ভালবাসাকেই গুরুত্ব দিত তাহলে হয়তো কোনও সমস্যাই থাকত না। তবে নজিরবিহীন এক পদক্ষেপ নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এক প্রেমিক-প্রেমিকা জুটি।
এই প্রেমিক-প্রেমিকার দেখা হয়েছিল এক সার্জেনের ওয়েটিং রুমে। এখন তাঁরা বিয়ে করছেন দুজনে। কিন্তু তাঁদের সম্পর্কের আসল টুইস্ট রয়েছে অন্য জায়গায়।
৪৬ বছর বয়সি আরভ আপ্পুকুত্তান জন্মেছিলেন বিন্দু, মানে এক মহিলা হিসেবে কেরলে। কিন্তু ওয়েটিং রুমে তাঁর দেখা হল তাঁর স্বপ্নের নারীর সঙ্গে। সেই মহিলার বর্তমান নাম সুকন্যা কৃষ্ণণন। তবে বাইশ বছরের তরুণী আসলে জন্মের সময় ছিলেন পুরুষ। নাম ছিল চন্দু। প্রেম তাঁকে নারীতে পরিবর্তন করেছে। ইনিও ছিলেন কেরলের বাসিন্দা ।
তিন বছর আগে মুম্বইয়ে দেখা তাঁদের। নিজেদের লিঙ্গ রূপান্তরের জন্যে মুম্বইয়ে এসেছিলেন। তারপর সেখান থেকেই রূপান্তরকামী এই নারী এবং পুরুষের প্রেম শুরু। তবে বিয়ে করলেও রূপান্তরকামী এই নারী কোনওভাবেই গর্ভধারণ করেত পারবেন না।
একজন ছেলে থেকে মেয়ে হয়েছেন, আর একজন মেয়ে থেকে ছেলে, বিয়ে করছেন দুজনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2017 01:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -