হায়দরাবাদ: ২০১৫ সালে বৃদ্ধা মহিলা থানায় অভিযোগ জানিয়েছিলেন, তাঁর ছেলে ও ছেলের বউ তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি হুমকি দিয়ে বাড়ির মালিকানাও নিজের নামে করে নিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত এবং সোমবার সেই মামলায় দোষী সাব্যস্ত ছেলে ও ছেলের বউ-কে ২ বছর কারাবাসের নির্দেশ দিল মেট্রোপলিটান মেজিসট্রেট কোর্ট। একই সঙ্গে বিচারক দুই অপরাধীকে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করেছেন।
৪০ বছরের ছেলে ও ৩৪ বছরের ছেলের বউয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে হায়দরাবাদের পুলিশ। সেই অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটও তৈরি হয়। এবার সেই মামলায় কঠোর সাজার রায় দিল আদালত।
উল্লেখ্য, ২০১৩ সাল পর্যন্ত নিজের স্বামীর সঙ্গেই থাকতেন অভিযোগকারী মহিলা। দুই ছেলে তাঁদের পরিবার নিয়ে আলাদাই থাকত। তবে তাঁর স্বামীর মৃত্যুর পরই বাড়ি কব্জা করে বড় ছেলে। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস থেকেই সেখানে বসবাস করতে শুরু করে বড় ছেলে ও ছেলের বউ। ওই বছরই জুন মাসে বাড়ি নিজের নামেও লিখিয়ে নেয় ছেলে। এরপর থেকেই হুমকি ও মানসিক অত্যাচার করতে শুরু করে ছেলে এবং ছেলের বউ। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
কোনও উপায় না পেয়ে ওই বছর অক্টোবরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই বিধবা মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত এবং আজ দোষীদের শাস্তি ঘোষণা করল আদালত।