জয়পুর: রাজস্থানের জয়সলমীরে বায়ুসেনা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানের পাসপোর্ট এবং আধার কার্ড। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জয়সলমীরের কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার দেরাবর সিংহ বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পুরখা রাম। তিনি পাকিস্তান থেকে এদেশে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থী। দীর্ঘদিন ধরে তিনি ভিসা নিয়ে ভারতে আছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। রাম ও তাঁর পরিবারের লোকজন জয়সলমীরে থাকেন। তাঁর কাছ থেকে যে আধার কার্ড পাওয়া গিয়েছে, সেটিতে শ্রী গঙ্গানগর জেলার ঠিকানা রয়েছে। রাম কীভাবে আধার কার্ড পেলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
রাজস্থানে বায়ুসেনা ঘাঁটিতে ঢুকতে গিয়ে পাকিস্তানের পাসপোর্ট, আধার কার্ড সহ গ্রেফতার এক ব্যক্তি
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2018 06:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -