নয়াদিল্লি: স্ত্রী, পুত্রবধূকে গিফট করা সম্পত্তির ওপর যাতে কর না চাপে, সেজন্য আয়কর আইনের ৬৪ ধারায় প্রয়োজনীয় সংশোধনের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযুষ গয়ালকে বললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী।
ওই ধারায় কেউ নিজের স্ত্রীকে কোনও সম্পত্তি উপহার দিলে এবং তা থেকে স্ত্রীর কোনও উপার্জন হলে তা সেই ব্যক্তির করযোগ্য আয় বলে ধরা হয়।







মানেকার বক্তব্য, এমন বিধির জন্যই স্বামী, শ্বশুররা পরিবারের স্ত্রীদের সম্পত্তি হস্তান্তর করতে ভয় পান, ভাবেন, ওই সম্পত্তি থেকে সৃষ্ট আয়ের বোঝা তাঁদের কাঁধেই শেষে পড়বে।




মানেকা বলেছেন, গিফট করা সম্পত্তির ওপর কর বসানোর ব্যবস্থা চালু হয় ৬০-এর দশকে। তখন মনে করা হত যে, স্ত্রী ও পুত্রবধূদের সাধারণত কোনও করযোগ্য স্বাধীন বা নিজস্ব আয় থাকে না। কিন্তু বর্তমানে পরিস্থতি বদলেছে, মহিলারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্বকীয়তার স্বাক্ষর রাখছেন, তাই ওই আইনে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে বলে মনে হয়। তাছাড়া সামাজিক ভাবে মেয়েদের স্বনির্ভর করে তোলা, তাদের আর্থিক ক্ষমতায়নের দায় আমাদের প্রত্যেকের। তাই নানা মহলের মহিলাদের বিশেষ করে স্ত্রী, পুত্রবধূদের থেকে বহু আবেদন আসায় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যাতে তিনি আয়কর আইনের ৬৪ ধারায় প্রয়োজনীয় বদল করেন। গিফট করা সম্পত্তি থেকে আয়ের ওপর কর দিতে পারেন স্ত্রী, পূত্রবধূরা।