নয়াদিল্লি: জিএসটি-র আওতায় পরিবেশবান্ধব, বায়ো-ডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিনে ১০০ শতাংশ কর ছাড়ের বন্দোবস্ত করার আর্জি জানিয়ে অরুণ জেটলিকে চিঠি মানেকা গাঁধীর।
জিএসটির নিয়মমতো স্যানিটারি প্যাডের ওপর কর না বসাতে অভিযান শুরু করেছেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। এ ব্যাপারে মানেকাকে তাঁর চেঞ্জ ডট ওআরজি পিটিশন দিয়েছেন তিনি। তারপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লেখেন মানেকা। কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী উল্লেখ করেন, ওই পিটিশন ব্যাপক সাড়া ফেলেছে। ২ লক্ষাধিক লোক কর ছাড় চেয়ে পিটিশনে সই দিয়েছেন।
সুস্মিতা মানেকাকে পিটিশন দিয়ে বলেন, জিএসটি চালু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে যাতে কনডোম ও অন্যান্য জন্মনিরোধকের মতো স্যানিটারি ন্যাপকিনকেও করমুক্ত করা যায়, কেননা প্রত্যেক মহিলার কাছে এটি অতি প্রয়োজনীয় একটি সামগ্রী।