আমদাবাদ: উত্ক্ষেপণের দু বছর পরও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মঙ্গলযান পুরো মাত্রায় সক্রিয়। এর ব্যাটারির মেয়াদ বৃদ্ধির জন্য আগামী বছরের জানুয়ারিতে এর প্রদক্ষিণ পথের সংশোধনের কাজ করা হবে এবং এর ফলে মঙ্গলযান একইভাবে বেশ কয়েক বছর কজ চালিয়ে যাবে। ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার এ কথা জানিয়েছেন।
কিরণ কুমার বলেছেন, অনেকক্ষেত্রেই দীর্ঘক্ষণ আলো পায় না মঙ্গলযান। কারণ, লালগ্রহের ছায়া ৭ থেকে ৮ ঘন্টা তার ওপর পড়ে। এরকম সময়ে শক্তির যোগান নিশ্চিত করতে এই সংশোধনের প্রয়োজন রয়েছে।
তিনি বলেছেন, জানুয়ারিতে এমনই একটি পর্ব আসতে চলছে। সেই সময় মঙ্গলের ছায়ায় দীর্ঘক্ষণ ঢাকা পড়বে উপগ্রহটি। এরফলে সেটির কার্যকালের মেয়াদ কমে যেতে পারে। এজন্যই ব্যাটারির শক্তি বৃদ্ধির জন্য প্রদক্ষিণ পথ সংশোধন করতে চলেছে ইসরো।
আইআইটি গাঁধীনগরে একটি বিশেষ লেকচার দিতে গিয়ে কিরণ কুমার বলেছেন, এই সংশোধন ঘটানোর পর উপগ্রহটি আরও অনেক বছর সক্রিয় থাকতে পারে এবং মঙ্গলের বিভিন্ন ঋতু সম্পর্কে গবেষণা চালানো সম্ভব।
ইসরোর চেয়ারম্যান বলেছেন, প্রথমে মঙ্গলযানের এই ছায়ার ঢাকা পড়ার বিষয়টি অনুমান করা হয়নি। এবার প্রদক্ষিণ পথ সংশোধন করলে ছায়ায় ঢাকা পড়ার প্রভাব প্রায় অর্ধেক কমানো সম্ভব। এর ফলে ব্যাটারি আরও বেশি সময় ধরে কার্যকর থাকবে।