ইম্ফল: করোনা যুদ্ধে জয়ী হয়েও বিপাকে পড়েছিলেন মণিপুরের এক মহিলা। কারণ, সেরে ওঠার পর প্রায় ১০০ কিলোমিটার দূরে তাঁর বাড়িতে পৌঁছে দিতে অস্বীকার করেছিল সমস্ত অ্যাম্বুলেন্স। অবশেষে মুশকিল আসান হয়ে হাজির হন লাইবি ওইনাম। নিজের অটোয় চাপিয়ে ওই মহিলাকে গন্তব্যে পৌঁছে দেন। যে কাজের স্বীকৃতি স্বরূপ তাঁর হাতে ১ লক্ষ ১০ হাজার টাকা তুলে দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।


কেই এই লাইবি? এক মহিলা অটোচালক। করোনা আক্রান্ত হয়ে ইম্ফলের হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামজং জেলার বাসিন্দা এক মহিলা। সেরে ওঠার পর তিনি বাড়ি ফিরতে পারছিলেন না। দূরত্ব ১০০ কিলোমিটারেরও বেশি হওয়ায় এবং অন্য জেলা হওয়ায় কোনও অ্যাম্বুলেন্স চালকই ওই মহিলাকে নিয়ে যেতে রাজি হননি।



তখনই এগিয়ে আসেন লাইবি। সাহসিকতার পরিচয় দিয়ে, সারা রাত ধরে অটো চালিয়ে ওই মহিলাকে পৌঁছে দেন তিনি।

মণিপুরের মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘ওইনামকে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করতে পেরে আমি খুশি। পাঙ্গেই-এর এই অটোচালক সাহসিকতার পরিচয় দিয়ে করোনা থেকে সেরে ওঠা মহিলাকে ৮ ঘণ্টার পথ পেরিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন। ও সকলের কাছে দৃষ্টান্ত।’