নয়াদিল্লি: ফের একবার নোট কেন্দ্রের নোট বাতিল ও জিএসটি নীতির তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিশিষ্ট অর্থনীতিবিদের দাবি, এর ফলে, দেশের আর্থিক বৃদ্ধি জোর ধাক্কা খেয়েছে।
এর আগেও মনমোহন সিংহ দাবি করেছিলেন, নোট বাতিলের ফলে দেশের জিডিপি ২ শতাংশ কমে গিয়েছে। এদিনও, কার্যত একই সুরে কেন্দ্রের সমালোচনায় সোচ্চার হন। তাঁর মতে, চালু নোটের প্রায় ৮৬ শতাংশ একধাক্কায় বাতিল এবং হঠকারীভাবে পণ্য পরিষেবা চালু করা হয়েছে। এখন কেন্দ্রের সিদ্ধান্তের ভুলগুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে।
মনমোহনের মতে, ভারতের মোট কর্মসংস্থানের ৯০ শতাংশ অসংগঠিত। অন্যদিকে, দেশের মোট জিডিপি-র ৪০ শতাংশ আসে ক্ষুদ্র-শিল্প থেকে। তিনি বলেন, নোট বাতিল ও জিএসটি-র ফলে প্রভাব পড়েছে দেশের আর্থিক বৃদ্ধির হারে। কেন্দ্রের সিদ্ধান্তের ফলে অসংগঠিত ও ক্ষুদ্র-শিল্পের ক্ষেত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতবছরও সংসদে কেন্দ্রের নোট বাতিল নীতি ও জিএসটি চালু করার বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২৫ নভেম্বরের বক্তৃতায় তিনি নোট বাতিলকে পর্বতপ্রমাণ অব্যবস্থা, সংগঠিত লুণ্ঠন এবং বৈধ লুঠতরাজ বলে কটাক্ষ করেছিলেন।
পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার গতবছরের ৭.৯ শতাংশের তুলনায় কমে তিন বছরের সর্বনিম্ন ৫.৭ শতাংশে দাঁড়ায়। একইভাবে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমে দাঁড়ায় ৬.১ শতাংশে। আগের বছর একই সময় তা ছিল ৮ শতাংশ।