সেনাবাহিনী ছাড়াও, মোদীর আজকের ভাষণে উঠে এসেছে ভগিনী নিবেদিতার কথা, ক্রীড়াবিদদের কথা।
ভগিনী নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। মোদীর মন্তব্য, ভারতীয় মহিলাদের প্রেরণা হলেন সিস্টার নিবেদিতা। মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায়, সেটাই শিখিয়েছিলেন ভগিনী নিবেদিতা, মন্তব্য মোদীর।
আজকের মন কি বাতে হকি এবং ব্যাডমিন্টনে সম্প্রতি ভারতীয় ত্রীড়াবিদদের সাফল্যের কথা উল্লেখ করে, তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আজকের অনুষ্ঠানে মানুষকে টানা উত্সবের মরসুমের পর ফের কাজে ফেরার জন্যে শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য পেশ করা শুরু করেন মোদী। একনজরে দেখে নেব আজকের মন কি বাতে কী বলেছেন মোদী
- সামনেই রয়েছে গুরু নানক জয়ন্তী (৪ নভেম্বর) এবং সর্দার বল্লবভাই পটেলের (৩১ অক্টোবর) জন্মবার্ষিকী।
- গুরু নানককে তিনি জগত গুরু হিসেবে সম্মোধন করেন তাঁর বক্তব্যে।
- বল্লবভাই প্রসঙ্গে বলেন, দেশকে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
- এরপর ভারতের এশিয়া কাপ জয়ের জন্যে পুরো দল এবং সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানান তিনি। দীর্ঘ দশ বছর পর এই জয় এসেছে ভারতের ঘরে।
- তারপরই হকি এবং ব্যাডমিন্টনে ভারতের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করেন তিনি।
- আমজনতার সঙ্গে আলাপচারিতায় মোদী প্রত্যেককে বলেন, তাঁদের উচিত শিশুদের শেখানো কীভাবে সুস্থ থাকতে হয়
কাশ্মীরের গুরেজ সেক্টরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের অভিজ্ঞতার কথাও বলেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী জানিয়েছেন সাত হাজার ভারতীয় সেনা বিশ্বশান্তি রক্ষা বাহিনীতে কাজ করছেন। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। ভারত সব সময় শান্তি, ঐক্য এবং সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। নভেম্বরে শিশু দিবস উপলক্ষ্যে ছোটদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। মন কি বাতের পর আজ কর্ণাটক গিয়েছেন মোদী।