বানিওয়াড়ি: বাড়িতে স্ত্রীর কাছে পৌঁছল স্বামীর পাঠানো প্যাকেটবন্দি উপহার। সঙ্গে গ্রিটিংস কার্ড। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। কিন্তু যিনি পাঠিয়েছেন তিনিই তো আর নেই।জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায় নিহত সেনাবাহিনীর মেজর সতীশ দাহিয়ার স্ত্রী সুজাতা দাহিয়া অশ্রুরুদ্ধ গলায় বললেন, উনি মারা যাওয়ার পর ওই উপহার আমার কাছে পৌঁছল। আমাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘তোমাকে ভালোবাসি পুচা, তুমিই আমার অনুপ্রেরণা’।
শুক্রবার ছিল সতীশ ও সুজাতার তৃতীয় বিবাহবার্ষিকী। কিন্তু ভাগ্যের পরিহাসে ওই দিন ডুবে গেল দুঃসহ দুঃখের অন্ধকারে।
এরপরও ২৭ বছরের সুজাতা বলেছেন, তিনি তাঁর স্বামীর জন্য গর্বিত।
গত মঙ্গলবার হান্দওয়াড়ায় একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্বে ছিলেন সতীশ। কিন্তু জঙ্গিদের গুলিতে শহিদ হন তিনি।
৩১ বছরের মেজরের দেহ গতকাল হরিয়ানায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। দুই বছরের কন্যা সন্তান প্রিয়াসা বাবার শেষকৃত্য সম্পন্ন করে। শহিদ জওয়ানকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ।