নয়াদিল্লি : কালো টাকা রুখতে আরও কড়া পদক্ষেপ কেন্দ্রের। কালো টাকা, অন্যের অ্যাকাউন্টে জমা দিয়ে ধরা পড়লে জরিমানা ছাড়াও ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এমনকী, যাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধেও।


৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের পর কালো টাকার কারবার রুখতে আরও কড়া কেন্দ্র। বেনামি সম্পত্তির পাশাপাশি আয়কর দফতরের নজরে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের খবর, ৮ নভেম্বরের পর দেশজুড়ে ৩০টি তল্লাশি অভিযানে ২০০ কোটির বেশি কালো টাকার হদিশ মিলেছে। এর মধ্যে ৫০ কোটি টাকা জমা পড়েছে নগদে।

সূত্রের দাবি, কালো টাকার রমরমা রুখতে আরও কড়া সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। ঠিক হয়েছে, নিজের কালো টাকা, অন্যের অ্যাকাউন্টে জমা দিয়ে ধরা পড়লে জরিমানা ছাড়াও ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এমনকী, যাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধেও।

৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর কালো টাকার কারবার ঠেকাতে দেশজুড়ে তেড়েফুড়ে নেমেছে আয়কর বিভাগ। এই পরিস্থিতিতে প্রলোভন দেখিয়ে গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ কারবারিরা কালো টাকা সাদা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে এদিন আগরার সভায় অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গরিব মানুষের অ্যাকাউন্ট ব্যবহারের জন্য লোভ দেখাচ্ছে কালো টাকার কারবারিরা।