নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগে পাল্টা মায়াবতীকে নিশানা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বললেন, উনি তো ‘জনজীবনের অযোগ্য!’ বিজেপি নেত্রীরা স্বামীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছাকাছি দেখলেই আতঙ্কে ভুগছেন, পাছে তাঁরাও তাঁর মতোই স্ত্রীদের পরিত্যাগ করেন! এই মন্তব্য করায় বিজেপি টার্গেট করেছে বসপা নেত্রীকে। মায়াবতী আরও বলেন, দেশের সব মহিলাকে বলছি, এমন একজনকে ভোট দেবেন না। মোদিজির পরিত্যাগ করা স্ত্রীর প্রতি সেটাই হবে আসল সম্মান প্রদর্শন।



জেটলি ট্যুইট করেন, বহেন মায়াবতী, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। তাঁর সরকার পরিচালনা, নীতি-নৈতিকতা, ভাষণ সর্বকালের সবচেয়ে নীচু স্তরে নেমেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত আক্রমণ থেকে পরিষ্কার, জনজীবনে থাকার যোগ্য নন তিনি।




তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার উল্লেখ করেও বিরোধী নেতাদের রাজ্যে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে জেটলি বলেন, মমতাদিদি, বাংলায় বলি হচ্ছে গণতন্ত্র। বিরোধী নেতাদের খুন করা হচ্ছে, প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন, বুথ দখল হচ্ছে, বিরোধী নেতারা জনসভার অনুমতি পাচ্ছেন না।
কেন ‘বাম উদারমনা বুদ্ধিজীবীরা’ এসব নিয়ে মুখ খুলছেন না, তাঁরা কি লুকিয়ে পড়েছেন, এই প্রশ্ন তুলে জেটলি কটাক্ষ করেন, ভারতের বিরোধীদের দেশকে এটাই দেওয়ার আছে!