নয়াদিল্লি: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে উল্লেখযোগ্য মোড়। সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর, কর্নেল শ্রীকান্ত পুরোহিত সহ সব অভিযুক্তের ওপর থেকে কড়া মকোকা তুলে নিল এনআইএ। সাধ্বী প্রজ্ঞা সহ চারজন সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। তবে কর্নেল পুরোহিতের ওপর এখনও সন্ত্রাসবাদ বিরোধী আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় অভিযোগ রয়েছে। প্রজ্ঞা ও পুরোহিত ছাড়া যে অভিযুক্তরা মকোকা থেকে ছাড় পেয়েছেন, তাঁরা হলেন লোকেশ শর্মা, শ্যাম ভাবারলাল সাহু, শিবনারায়ণ কালসাংরা ও প্রবীণ তাক্কালকি।
গুরুতর অসুস্থ সাধ্বী প্রজ্ঞার ওপর থেকে এনআইএ অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় তাঁর জেলমুক্তির পথ অবশেষে পরিষ্কার হল বলে মনে করা হচ্ছে। গত মাসেই এনআইএ জানিয়ে দেয়, সাধ্বীর বিরুদ্ধে মালেগাঁও কাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ পায়নি তারা। উল্টে তাদের অভিযোগ, মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াডই নাকি কর্নেল পুরোহিতকে ফাঁসিয়ে দিতে বিস্ফোরক রেখে দিয়েছিল।
২০০৮-এর ২৯ সেপ্টেম্বর নাসিকের মালেগাঁও এলাকায় বিস্ফোরণে ৭জনের মৃত্যু হয়। এই ঘটনায় সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত সহ ১৪জনকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই জন্ম হয় ‘গেরুয়া সন্ত্রাস’ শব্দবন্ধের। তাঁদের বিরুদ্ধে কড়া মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট প্রয়োগ করা হয়। কিন্তু এনআইএ এবার সেই আইন তাঁদের ওপর থেকে প্রত্যাহার করে নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতগুলি মানুষকে এতদিন ধরে জেলবন্দি করে রেখে আদালতের কী উদ্দেশ্য সাধিত হল।
আরও পড়ুন প্রমাণের অভাব, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার মুক্তির সম্ভাবনা
সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরোহিতের ওপর থেকে মকোকা তুলে নিল এনআইএ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 10:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -