নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ব্যাঙ্ককে বৈঠক হয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জাঞ্জুয়ার। বিদেশ মন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, সন্ত্রাসের ওপর আলোচনা অবশ্যই চলতে পারে।
২৫ ডিসেম্বর পাক জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে গিয়ে অপমানিত হন তাঁর স্ত্রী ও মা। তার একদিন পর বৈঠকে বসেন দু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তবে বিদেশ মন্ত্রক বলেছে, এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল, কুলভূষণের পরিবারের প্রতি পাকিস্তানের আচরণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
বিদেশ মন্ত্রক বলেছে, ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার একটি প্রক্রিয়া রয়েছে, ভারত বরাবর বলে এসেছে, সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না। তবে ডিজিএমও স্তরে বা বিএসএফ ও পাক রেঞ্জার্সের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে। একইভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে আলোচনাও এই প্রক্রিয়ার মধ্যে পড়ে। সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না ঠিকই তবে সন্ত্রাসের ওপর আলোচনা সব সময় চলতে পারে।
আলোচনায় মূলত সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাস নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। কুলভূষণের পরিবারের সঙ্গে পাকিস্তানের আচরণ নিয়ে কোনও কথা হয়নি, কারণ বৈঠকের দিনক্ষণ ও আলোচনার বিষয় আগে থেকেই ঠিক করা থাকে।
গত সাড়ে চার মাসে পাক হাই কমিশনার সোহেল মাহমুদ বারবার দেখা করেছেন ভারতীয় নেতৃত্বের সঙ্গে। এঁদের মধ্যে রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু, অজিত ডোভাল ও বিদেশ সচিব এস জয়শঙ্কর। এগুলি সবই সরকারি বৈঠক। তবে গোপনে লোকচক্ষুর আড়ালে হওয়া চলা আরও কিছু বৈঠকের খবরও পাওয়া গিয়েছে।
ব্যাঙ্ককে দেখা করেছেন ভারত-পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 08:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -