এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন এক সাংবাদিক। মিরাটের বেগম ব্রিজে এই ঘটনা ঘটেছে। ভিডিওতে ওই তরুণকে তাঁর বাইককে উল্টে দিতে দেখা যাচ্ছে। এরপর বাইকের ওপরে বসেই কাঁদতে শুরু করেন তিনি।
পুরো ঘটনা ধরা পড়ে পথচারীর ক্যামেরায়। ভিডিওতে দেখা যাচ্ছে, শেষপর্যন্ত ট্রাফিক পুলিশের আধিকারিক ওই তরুণের কাছে গিয়ে সান্ত্বনা দেন।
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ওই বাইক আরোহীর প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং নতুন মোটর ভেহিকেল আইনের আওতায় জরিমানার সমালোচনা করেছেন। আবার কেউ কেউ বলেছেন, ট্রাফিক পুলিশ শুধুমাত্র কর্তব্য পালন করেছে।
নতুন মোটর ভেহিকেল আইন অনুসারে, বিনা হেলমেটে বাইক চালালে আরোহীর একহাজার টাকা জরিমানা ও ড্রাইভিং লাইসেন্স তিনমাসের জন্য সাসপেন্ড হওয়ার সংস্থান রয়েছে। গত সেপ্টেম্বরে এই আইন চালু হওয়ার পর থেকে জরিমানার পরিমাণ নিয়ে বিতর্ক দেখা দেয় এবং বহু রাজ্যের জরিমানার পরিমাণ কমিয়েছে।