এক ব্যক্তি বিষ্ণুর সেই সঠিক ছবি তোলার অ্যাঙ্গেলকে লেন্সবন্দি করেন। মাত্র এক সপ্তাহ আগেই ছবিটি তোলা হয়। সেই মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্টসের বন্যা বয়ে গিয়েছে। বিশ্বের সবচেয়ে একনিষ্ঠ ফটোগ্রাফারের তকমাও পেয়ে গিয়েছেন তিনি।
তবে ত্রিশূরের এই ফটোগ্রাফারের এই প্রথম এমন সুন্দর ফটোগ্রাফি করলেন না। এরআগেও একাধিকবার এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এবারের ছবিটি ভাইরাল হওয়ায় তিনিও খুশি। তাহলে কি তরুণ যুগলরা আপনারাও ভাবছেন এমন কিছু নতুনত্বের কথা নিজেদের বা প্রিয়জনের ওয়েডিং ফটোগ্রাফিতে উপহার দেওয়ার জন্যে? তাহলে শিগগিরই মাঠে নেমে পড়ুন....