নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির সভানেত্রী মেহবুবা মুফতি। ২২ জন মন্ত্রী নিয়ে সরকার গঠন করলেন তিনি।


কালো পোশাক পরে উর্দুভাষায় রাজভবনে রাজ্যপাল এনএন ভোরার সামনে শপথ গ্রহণ করেন বছর ৫৬-র মেহবুবা। তিনি হলেন জম্মু-কাশ্মীরের ১৩ তম মুখ্যমন্ত্রী। মেহবুবা ছাড়াও শপথ নেন পিডিপি-বিজেপি গঠিত সরকারের ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নির্মল সিংহ।

মেহবুবার বাবার মুফতি মহম্মদের মৃত্যুর জম্মু-কাশ্মীরের শাসনভার রাজ্যপালের হাতে ন্যস্ত হয়। রাজ্যপালের শাসনের তিন মাস বাদে নতুন সরকার গঠিত হল সেখানে।

শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, জিতেন্দ্র সিংহ প্রমুখ ব্যক্তিত্ব। তবে অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস।

মেহবুবাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন, জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা।