নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনায় মূল অভিযুক্ত নাবালকের বাবাকে গ্রেফতার। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সরাসরি খুনের সঙ্গে যোগ না থাকলেও মৃত্যুসংক্রান্ত ঘটনায় পক্ষপাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

উত্তর দিল্লির সিভিল লাইন এলাকায় সোমবার রাতে নিজের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মার্সিডিজ গাড়ির ধাক্কায় কুড়ি ফুট দূরে ছিটকে পড়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শর্মা নামে এক ব্যক্তির। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘাতক গাড়ির চালকের আসনে বসে ছিল এক নাবালক এবং গাড়ির মধ্যে আরও ৭ থেকে ৮ জন নাবালক ছিল।

পুলিশ তদন্তে জানতে পেরেছে গাড়িটি এক বিল্ডারের নামে কেনা হয়েছিল। সেদিন গাড়িটি চালাচ্ছিল তাঁরই ছেলে।

এক আধিকারিক জানিয়েছেন, আজ নাবালকের বাবাকে আদালতে পেশ করা হয়। তাঁকে একদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। জানা গিয়েছে, জেরায় তিনি দাবি করেছেন, চালকের আসনে তাঁর ছেলে ছিল না, ছিল ড্রাইভার।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেসময় গাড়িতে থাকা অন্য নাবালকেরা দুর্ঘটনার পরই গাড়ি ছেড়ে পালিয়ে যায়। সোমবার দুর্ঘটনাটি ঘটলেও, এতদিনে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত, হিট অ্যান্ড রান মামলায় এর আগে দোষী সাব্যস্ত হন অভিনেতা সলমন খান। তাঁর পাঁচবছরের কারাদণ্ড হয়। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।