নয়াদিল্লি: সোমবার ফের এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে কলকাতা সহ সারা ভারত। সেদিন বিকেলে বুধের সূর্যকে প্রদক্ষিণ করার দৃশ্য দেখা যাবে। তবে খালি চোখে না দেখাই ভালো। বিশেষ চশমা পরে বা মাইলার ফিল্টার চোখের সামনে রেখেই বুধের সূর্যকে পরিক্রমণ দেখা উচিত।


 

১০০ বছরের মধ্যে মাত্র ১৩ বার এই মহাজাগতিক দৃশ্য দেখা যায়। শেষবার দেখা গিয়েছিল ২০০৬ সালের ৬ নভেম্বর। তবে সেবার শুধু উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ থেকেই অল্প সময়ের জন্য বুধকে দেখা গিয়েছিল। তা-ও আবার সূর্যোদয়ের সময়। এবার ভারতবাসীর সেই আক্ষেপ মিটতে চলেছে। দেশের প্রায় সব অংশ থেকেই দীর্ঘ সময়ের জন্য বুধকে দেখা যাবে।

 

সূর্যকে প্রদক্ষিণ করার সময় বুধ একসময় সূর্য ও পৃথিবীর সঙ্গে সমান্তরাল রেখায় চলে আসবে। সূর্যের একদিক থেকে অন্যদিকে একটি কালো বিন্দুর মতো সরে যেতে দেখা যাবে বুধকে।

 

কলকাতায় এই মহাজাগতিক দৃশ্য শুরু হবে বিকেল চারটে ৪১ মিনিটে এবং স্থায়ী হবে এক ঘণ্টা ২৬ মিনিট। দিল্লিতে একই সময়ে শুরু হয়ে বুধের প্রদক্ষিণের দৃশ্য স্থায়ী হবে ২ ঘণ্টা ২০ মিনিট। এই দৃশ্য সবচেয়ে বেশিক্ষণ দেখা যাবে মুম্বইয়ে, ২ ঘণ্টা ২৪ মিনিট।

 

জাপানের দক্ষিণ-পূর্ব অংশ বাদ দিয়ে গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, গ্রিনল্যান্ড, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা সহ বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে বুধের এই প্রদক্ষিণ দেখা যাবে। তবে বুধের সূর্যকে প্রদক্ষিণ করার দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে উত্তর আমেরিকার পূর্ব অংশ, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, গ্রিনল্যান্ড, উত্তর-পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ থেকে।

 

ভূ-বিজ্ঞান মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নভেম্বর ও মে মাসেই বুধের এই প্রদক্ষিণের দৃশ্য দেখা যায়। ২০১৯ সালের ১১ নভেম্বর ফের সূর্যকে প্রদক্ষিণ করবে বুধ। তবে সেই দৃশ্য ভারত থেকে দেখা যাবে না। ২০৩২ সালের ১৩ নভেম্বর ফের এই দৃশ্যের সাক্ষী থাকবে ভারত।