আবহাওয়া দফতরের পূর্বাভাস, মধ্য ভারত এবং উত্তরপূর্ব ভারতের সমস্ত অঞ্চলেই এই সময় তাপমাত্রা যা থাকে, তার তুলনায় এই বছর অন্তত এক ডিগ্রি বেশি থাকবে। তাপপ্রবাহ বইবে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশ্যা এবং তেলঙ্গানায়।
তবে এই অতিরিক্ত তাপমাত্রার প্রভাব এই সময় যেসমস্ত ফসল উৎপাদন হয়, তারওপর পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে গমের উৎপাদন প্রভাবিত হতে পারে, যদি দীর্ঘসময় ধরে তাপমাত্রা উর্ধ্বমুখী থাকে। বিশেষজ্ঞদের দাবি, মার্চ থেকে মে যদি তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি থাকে, তাহলে গমের প্রতি হেক্টর উৎপাদনে ২০০ থেকে ৩৫০ কেজি মার খাবে।