লঙ্কেশ, শান্তনু হত্যার প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রাজ্যকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2017 07:03 PM (IST)
নয়াদিল্লি: বেঙ্গালুরুতে গৌরী লঙ্কেশ, আগরতলায় শান্তনু ভৌমিকের নৃশংস হত্যার প্রেক্ষাপটে সব রাজ্যকে সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা সুনিশ্চিত করতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সাংবাদিকদের অবাধ মতপ্রকাশের অধিকার প্রয়োগ করতে দিতে হবে, বার্তা দিয়েছে মন্ত্রক।
সব রাজ্যকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় সংবিধানের প্রতিশ্রুতি মতো নাগরিকরা যাতে নির্ভয়ে, কোনওরকম জবরদস্তি ছাড়া নিজের মত অবাধে প্রকাশ করতে পারেন, তা সুনিশ্চিত করে চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার স্থান। আর এই গুরুদায়িত্ব পালন নিশ্চিত করেন যাঁরা, সেই সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা দেওয়া সরকারের কর্তব্য।
পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া সব হামলার দ্রুত তদন্তও করতে হবে যাতে 'অপরাধীদের নির্দিষ্ট সময় বেঁধে সাজা দেওয়া যায়।'
কেন্দ্রের নির্দেশিকায় এও বলা হয়েছে, হামলা ঠেকাতে প্রয়োজনমতো যাবতীয় আগাম, প্রতিরোধী ব্যবস্থাও নিতে হবে। রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের বিপদের মাত্রা অনুসারে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ক্ষমতা দেওয়া আছে।
স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, শান্তিশৃঙ্খলা, পুলিশি নজরদারি সংবিধানে রাজ্যের এক্তিয়ারে পড়ে, কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তারা বারবার একটি সচল, কার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তার দিকে রাজ্যগুলির দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে অপরাধ আগাম রোধ ও নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়।
রাজ্য প্রশাসনগুলিকে অনুরোধ করা হচ্ছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সাংবাদিক ও মিডিয়ার লোকজন পেশাগত প্রয়োজনে অবাধে স্বাধীন মত প্রকাশ করতে পারেন। রাজ্যগুলি এটা সুনিশ্চিত করুক যে, সাংবাদিকদের ওপর আক্রমণের তদন্ত সময়মতো শেষ হবে, ফৌজদারি বিচার ব্যবস্থার ওপর ভরসা অটুট থাকবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -