নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, ভারত-পাক-বাংলাদেশ সীমান্তে ৬৪৭ কিলোমিটার এলাকায় ফ্লাডলাইট বসানো হয়েছে, আলোয় ভেসে যাচ্ছে গোটা এলাকা। তা বোঝাতে তারা স্পেন ও মরক্কো সীমান্তের ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ।


স্বরাষ্ট্র মন্ত্রকের ২০১৬-১৭ সালের রিপোর্টে বেরিয়েছে এই ছবি।

৬৪৭ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের দুদিক দিয়েই নিয়মিত ভারতে অনুপ্রবেশ ঘটত। তাই নরেন্দ্র মোদী সরকার ঠিক করে ওই এলাকায় ফ্লাডলাইট লাগাবে তারা। বার্ষিক রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, দুই সীমান্তেই লাগানো হয়েছে ওই ফ্লাডলাইট। কিন্তু গোল বেধেছে সেখানেই। সীমান্ত ফ্লাডলাইটে ঝলসে যাচ্ছে বোঝাতে যে ছবি তারা বার্ষিক রিপোর্টে ব্যবহার করেছে, তা স্পেন-মরক্কো সীমান্তের ছবি। তাও নাকি নতুন নয়, ২০০৬ সালের।

বিষয়টি নিয়ে মন্তব্য করেনি স্বরাষ্ট্র মন্ত্রক। তবে তারা তদন্তের নির্দেশ দিয়েছে।

২০১৩-১৪ সালের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে, যে ৬৪৭ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট লাগানো হয়েছে, তার মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার হল ভারত-পাক সীমান্ত। এই ৪৫ কিলোমিটারে আলো দেওয়া হয়েছে বর্তমান সরকারের আমলে। কিন্তু ভারত-বাংলাদেশ ৪৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে এখনও আলো পৌঁছয়নি।