নয়াদিল্লি: কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ফের  নামকরণ করা হল শিক্ষামন্ত্রক। সরকার খসড়া জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা মানব সম্পদ উন্নয়নের নামের বদল ঘটিয়ে ফের শিক্ষামন্ত্রক করেছে।
এ ব্যাপারে ঘোষণা আজই করা হবে বলে জানিয়েছে সংবাদসংস্থা।  খসড়া জাতীয় শিক্ষানীতি ২০২০-র সুপারিশ অনুসারে, মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নামের বদল ঘটাল।
শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে মূল লক্ষ্য ফিরিয়ে আনার প্রস্তাব খসড়া নীতিতে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে  মন্ত্রকের নাম বদলে ফের শিক্ষামন্ত্রক প্রস্তাব দেওয়া হয়। জানা গেছে, মন্ত্রিসভা খসড়া শিক্ষানীতিও অনুমোদন করেছে, যা তিন দশকের পুরানো নীতির বদল ঘটাবে।
বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক রমেশ পোখরিয়াল 'নিশাঙ্ক'।
'নিশাঙ্ক' এর আগে বলেছিলেন যে, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার নিষ্পত্তি করবে নয়া শিক্ষানীতি।  তিনি আরও বলেছেন, নতুন শিক্ষানীতিতে তরুণদের কাছে উচ্চশিক্ষা গ্রহণ সহজ হয়ে উঠবে।
জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে গ্রহণ করা হয় এবং ১৯৯২-এ সংশোধন ঘটানো হয়। ২০১৯-এর মে মাসে মোদি সরকার খসড়া শিক্ষানীতি পেশ করে। ২০৩০-এর মধ্যে ৩-১৮ বছর বয়সের শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদান এই নীতির লক্ষ্য বলে জানানো হয়।