নয়াদিল্লি: স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মিড মে মিলের খাবার পেতেও এবার বাধ্যতামূলক করা হল আধার কার্ড। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের সিদ্ধান্ত, আধার কার্ড থাকলেই মিড ডে মিলের খাবার মিলবে, যেসব পড়ুয়ার তা নেই, তারা খাবার পাবে না। বলা হচ্ছে, স্কুলশিক্ষায় যেসব ভর্তুকিপ্রাপ্ত স্কিম চালু রয়েছে, সেগুলির সঙ্গে আধার নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসাবে স্বচ্ছতা, দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই মিড ডে মিলের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। মিড ডে মিল প্রকল্পে উপকৃত হয় দেশের ১২ লাখ স্কুলের ১১ কোটি শিশু।
মন্ত্রকের আওতাভুক্ত স্কুলশিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ অবশ্য ৩০ জুন পর্যন্ত সময় দিচ্ছে। ৫ বছর বয়স পর্যন্ত যেসব পড়ুয়ার আধার কার্ড নেই, তাদের জন্য এই সময়সীমার মধ্যে তার বন্দোবস্ত করতে হবে।
মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের জনৈক পদস্থ কর্তা বলেছেন, পরিষেবা, সুযোগসুবিধা বা ভর্তুকি পেতে পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা হলে সরকারের পরিষেবা দিতে সুবিধা হবে। উপভোক্তারাও সরাসরি, মসৃণ ভাবে তাঁদের প্রাপ্য পাবেন। শীঘ্রই সব স্কুলে বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হবে, যেসব পড়ুয়া মিড ডে মিল স্কিমের আওতায় খাবার পেতে চায়, তাদের আধার কার্ড থাকতে হবে।
পাশাপাশি স্কুলে স্কুলে স্বেচ্ছায় যারা মিড ডে মিলের খাবার রান্না করেন বা তাতে সাহায্য করেন, তাঁদেরও এই স্কিমের সুবিধাভোগী হিসাবে ধরা হবে। তাদেরও আধার নম্বর দেখাতে হবে।


 



এদিকে মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নির্দেশে দেশজুড়ে অসন্তোষ ছড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রের নির্দেশের তীব্র প্রতিবাদ করে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, তিনি কেন্দ্রের সিদ্ধান্তকে এক্সটরশন আখ্যা দিয়েছেন। মমতার অভিযোগ, আধারের নামে মানুষের গোপনীয়তা ক্ষুন্ন করা হচ্ছে। কেন গরিব মানুষ, শিশুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী।