নয়াদিল্লি: দেশের আপামর মধ্যবিত্তের জন্য খুশির খবর বয়ে আনতে পারে আসন্ন কেন্দ্রীয় বাজেট।


সূত্রের খবর, ব্যক্তিগত আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর ভাবনাচিন্তা করছে মোদী সরকার। একইসঙ্গে, কর-কাঠামোতেও করা হতে পারে বদল।


আসন্ন বাজেটই হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট। ফলে, বাজেটকে ‘জনমুখী’ করার যে কোনও কসুর করবে না সরকার, তা বলাই বাহুল্য।


এই প্রেক্ষিতে, দেশের মধ্যবিত্ত, বিশেষ করে চাকুরিজীবীদের  বিশেষ ছাড় দেওয়ার ভাবনাচিন্তা করছে মোদী প্রশাসন। কেন্দ্রীয় সূত্রের খবর, আয়করে আরও ছাড় দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।


জানা গিয়েছে, অর্থমন্ত্রকের কাছে যে প্রস্তাব জমা পড়েছে, তাতে করছাড়ের ঊর্ধ্বসীমাকে বর্তমান আড়াই লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ না হলেও অন্তত ৩ লক্ষ করা।


পাশাপাশি, মাঝারি আয়ের গোষ্ঠীকে আরও সুরাহা দিতে কর-স্ল্যাবেও পরিবর্তন করার ভাবনাচিন্তা করছে অর্থমন্ত্রক। কেন্দ্রের দাবি, এর ফলে, চাকুরিজীবীদের বিশেষ সুবিধা হবে। কারণ, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতে তাদের সুবিধা হবে।


গত বাজেটে কর-স্ল্যাব অপরিবর্তিত রেখেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে, মধ্যবিত্তদের সামান্য সুরাহা দিতে ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের কর-কাঠামো ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনেন।


কেন্দ্রীয় সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি যে সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাতে ৫-১০ লক্ষ টাকা আয়ভুক্তদের ১০ শতাংশ কর-কাঠামোতে রাখা হতে পারে।


একইভাবে, ১০-২০ লক্ষ আয় করা ব্যক্তিদের ২০ শতাংশ ও ২০ লক্ষের ওপর আয় করা ব্যক্তিদের ৩০ শতাংশ কর-কাঠামোতে রাখা হতে পারে। বর্তমানে, ১০-২০ লক্ষ টাকার জন্য কোনও পৃথক স্ল্যাব নেই।


দেশের বণিকমহল চাইছে, আয়করের স্ল্যাব বা কাঠামো সর্বোচ্চ ২৫ শতাংশ করুক কেন্দ্র। যদিও, সেই সুপারিশ মান্যতা না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।