গুয়াহাটি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে অসমে বড়সড় নাশকতা জঙ্গিদের। রাজ্যের তিনসুকিয়ায় অসম রাইফেলসের গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয় সড়ক-৫৩য় জাগুন ১২-তম মাইল বারাবস্তিতে অসম রাইফেলসের গাড়িতে একাধিক গ্রেনেড ছোঁড়ে তারা। দুজন জওয়ান ঘটনাস্থলেই নিহত হন, জখম হন তিনজন। পাল্টা বাহিনীর জবাবে দুজন জঙ্গিও নিহত হয়েছে। অরুণাচল প্রদেশের সীমান্তঘেঁষা স্থানটিতে হামলাকারী জঙ্গিদের সন্ধানে অভিযান চলছে।
নিকটবর্তী ভারত-মায়ানমার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আশপাশের জঙ্গলে জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকতে পারে, সন্দেহে আকাশপথে চক্কর মারছে হেলিকপ্টার। সমতলেও এলাকা ঘিরে চলছে তল্লাশি। ফলে ভারত-মায়ানমার সীমান্তে গত তিনদিন ধরে চলা একটি উত্সব থেকে ফেরা লোকজন জাতীয় সড়কেই আটকে পড়েন। নিষিদ্ধ ঘোষিত আলফা (স্বাধীনতাপন্থী) এক বিবৃতিতে আরও চারটি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে গ্রেনেড হামলা চালানোর দাবি করেছে। পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীটি জানিয়েছে, তিনজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। দুই বা তার বেশি জওয়ান জখম হয়েছে।
অসম রাইফেলসের গাড়িতে গ্রেনেড হামলা, হত ২ জওয়ান
web desk, ABP Ananda
Updated at:
22 Jan 2017 07:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -