শ্রীনগর ও নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে জোট সরকারের শরিক পিডিপি বিধায়কের বিতর্কিত মন্তব্য। পিডিপি বিধায়ক এজাজ আহমেদ মীর কাশ্মীরের জঙ্গিদের 'শহিদ' তকমা দিয়েছেন। সেইসঙ্গে জঙ্গিরা তাঁদের 'ভাই' বলেও উল্লেখ করেছেন। এজাজের এই মন্তব্য ঘিরে কাশ্মীর নিয়ে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে।
রাজ্যে বিজেপির জোট শরিক পিডিপি বিধায়ক বলেছেন, 'কাশ্মীরে যে জঙ্গিরা মারা যাচ্ছে, তারা আমাদের ভাই। ওদের মধ্যে কিছু নাবালকও রয়েছে। তারা জানে না যে, ওরা কি করছে। জঙ্গিরাও কাশ্মীরী। তাই ওদের মৃত্যু নিয়ে উল্লাস প্রকাশ করা উচিত নয়'।
এজাজ আরও বলেছেন, 'এটা আমাদের সামগ্রিক ব্যর্থতারই প্রমাণ। যখন আমাদের নিরাপত্তা কর্মীরা শহিদ হন, তখনও দুঃখ অনুভব করি। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মতোই জঙ্গিদের বাবা-মায়েদের প্রতিও সমান সহানুভূতিশীল হতে হবে। কেননা, কোন বাবা-মাই চান না যে, তাঁর সন্তান মারা যাক'।
উল্লেখ্য, এজাজ স্বয়ং জঙ্গি হামলার শিকার। গত বছরের অক্টোবরেই তাঁর বাড়িতে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ওই সময় এজাজের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
পিডিপি বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীর, কাশ্মীরিয়ত্ ও শান্তির শত্রু। তারা কীভাবে কারুর ভাই হতে পারে?