নয়াদিল্লি:  সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে কৃষকদের দাবিদাওয়া নিয়ে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎ নিয়ে তখনই রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়ে যায় । সূত্রের খবর ওই বৈঠকে রাহুলকে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করার জন্যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নোটকাণ্ড নিয়ে সংসদে চাপানউতোরের মাঝেই আজ উত্তরপ্রদেশ ও পঞ্জাবের কৃষকদের থেকে 'কিষাণ মাঙ পত্র' নিয়ে মোদীর সঙ্গে দেখা করেন রাহুল। ওই স্মারকলিপিতে ঋণ মকুব ও বিদ্যুৎের  বিল অর্ধেক করে দেওয়ার মতো দাবি রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মোদীর সঙ্গে সাক্ষাৎের সময় আজ রাহুলের সঙ্গে ছিলেন, গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অমরিন্দর সিংহ-সহ কংগ্রেসের অন্য সাংসদরা।

সূত্রের খবর ওই স্মারকলিপি জমা দেওয়ার পর প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়, তিনি বিষয়টা খতিয়ে দেখবেন। তারপরই মোদী রাহুলকে মাঝে মধ্যে দেখা করার জন্যে আহ্বনা জানান।

প্রসঙ্গত, কৃষকদের দাবি-দাওয়া নিয়ে তৈরি এই পত্রটি কেন্দ্রের ওপর বিরোধীদের চাপ সৃষ্টির একটি কৌশল বলে মনে করা হচ্ছে। এভাবেই কৃষকদের স্বপক্ষে কেন্দ্রকে দিয়ে বিভিন্ন নীতি তৈরি করিয়ে নিতে চাইছে বিরোধী দলগুলো। স্মারকলিপিতে যে তিনটি দাবি মূলত করা হয়েছে, তারমধ্যে রয়েছে কৃষকদের ঋণ মকুবের প্রস্তাব, তাঁদের বিদ্যুতে্র বিল অর্ধেক করে দেওয়ার প্রস্তাব। এছাড়া কৃষকরা যেন তাঁদের পণ্যের জন্য নূন্যতম একটা টাকা পায়, সেদিকেও কেন্দ্রকে নজর দেওয়ার জন্যে অনুরোধ জানানো হয়েছে ওই স্মারকলিপিতে। ওই স্মারকলিপিতে প্রত্যেক কৃষকের ফোন নম্বর লেখা আছে বলেও জানা গিয়েছে।

কংগ্রেস উত্তরপ্রদেশ থেকেই শুধুমাত্র দু কোটি কৃষকের সই করা  এই 'কিষাণ মাঙ পত্র' পেয়েছে। ৩৪ লক্ষ এসেছে পঞ্জাব থেকে, সেখানেও পরবর্তী বছরের শুরুতে নির্বাচন রয়েছে।