নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মেয়েদের বৈধ বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করে তাঁর হস্তক্ষেপ চাইল মুসলিম লিগের মহিলা শাখা ইন্ডিয়ান ইউনিয়ন উইমেন লিগ। মেয়েদের বিয়ের বয়স বাড়লে পরিণতিতে ‘লিভ-ইন-সম্পর্ক’ ও ‘অবৈধ মেলামেশা’ বেড়ে যাবে বলে সওয়াল করে সংগঠনের সচিব পি কে নুরবানা রশিদ প্রধানমন্ত্রীকে এমন গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে ‘তড়িঘড়ি’ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আবেদন করেছেন। মেয়েদের বিয়ের বয়স পিছিয়ে দেওয়ার ভাবনার বিরোধিতা করে তিনি বলেছেন, যখন অনেক উন্নয়নশীল দেশ জৈবিক ও সামাজিক প্রয়োজনীয়তার তাগিদে মেয়েদের আইনি বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে, সেসময় ভারতের মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর পক্ষে চটজলদি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
২০০৬ সালের শিশু বিবাহ নিষিদ্ধকরণ আইন অক্ষরে অক্ষরে রূপায়ণ না করে মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর চেষ্টা অন্যায় বলেও দাবি করেন তিনি। রশিদ বলেছেন, সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ, গ্রামীণ এলাকায় ১৮ বছর হওয়ার আগেই ৩০ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে চলতি আইন যথাযথ কার্যকর না করে এমন সিদ্ধান্ত নিতে চলার মানে কী? গত বছর কেরল থেকে বৈধ বয়সে পৌঁছনোর আগেই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার ৩০০টি ঘটনার রিপোর্ট এসেছে বলেও তাঁর দাবি। তিনি বলেন, এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে সঠিক আলোচনা হওয়া দরকার। যদিও মুসলিম লিগ এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি এবং রশিদের বক্তব্য মহিলা শাখার নিজস্ব ভাবনা বলে জানিয়েছে।
প্রসঙ্গত, বেশি পড়াশোনা করে নিজেদের কেরিয়ার গড়ার সুযোগ পেতে পারে, এমন ভাবনা থেকে মেয়েদের বিয়ের আইনি বিয়ের বয়স নির্ধারণের জন্য় জয়া জেটলির নেতৃত্বে একটি ১০ সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্র। সম্প্রতি সেই কমিটি তাদের জমা দেওয়া রিপোর্টে মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার সুপারিশ করেছে।
‘লিভ-ইন-সম্পর্ক’, ‘অবৈধ মেলামেশা’ বেড়ে যাবে, মেয়েদের বিয়ের বয়স বাড়াবেন না, মোদিকে চিঠি মুসলিম লিগের মহিলা শাখার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 12:40 PM (IST)
মেয়েদের বিয়ের বয়স পিছিয়ে দেওয়ার ভাবনার বিরোধিতা করে তিনি বলেছেন, যখন অনেক উন্নয়নশীল দেশ জৈবিক ও সামাজিক প্রয়োজনীয়তার তাগিদে মেয়েদের আইনি বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে, সেসময় ভারতের মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর পক্ষে চটজলদি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -