সুপ্রিম কোর্টের রায়ের পরও বহাল, তাত্ক্ষনিক তিন তালাক বন্ধে আইন তৈরির জন্য মন্ত্রী কমিটি গড়ল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
21 Nov 2017 04:32 PM (IST)
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করলেও যখন তখন ইচ্ছা হলেই স্ত্রীকে তিন তালাক দেওয়া বহাল রয়েছে। গত আগস্টে শীর্ষ আদালত তাত্ক্ষনিক ডিভোর্স বা তালাক-ই-বিদ্দত প্রথাকে একপেশে, অসাংবিধানিক বলে জানিয়ে খারিজ করে দেয়। তারপরও এই বিতর্কিত প্রথার ব্যবহার বন্ধ হয়নি। এরই অবসানের লক্ষ্যে একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র। এ ব্যাপারে আইন চালুর বিষয়টি খতিয়ে দেখবে কমিটি।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্তারা জানিয়েছেন, কেন্দ্র একটি উপযোগী আইন কার্যকর করা বা চলতি দণ্ডবিধিতে সংশোধনের কথা ভাবছে যার মাধ্যমে তাত্ক্ষনিক তিন তালাক অপরাধ বলে গণ্য হবে।
এখনকার আইনে তালাক-ই-বিদ্দত প্রথার শিকার মহিলাদের সামনে বিচার চেয়ে পুলিশের কাছে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। মুসলিম ধর্মগুরু তাঁদের কোনও সাহায্য করতে পারেন না। আইনে শাস্তির বিধি না থাকায় তিন তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না বলে পুলিশেরও কিছু করার থাকে না।
সূত্রের খবর, কমিটির মাধ্যমে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই খসড়া আইনটি পেশ করার পরিকল্পনা আছে সরকারের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -