নয়াদিল্লি: করোনা সংক্রমণ সম্পর্কে নানা তথ্য দেওয়ার জন্য আনা হয়েছিল ‘আরোগ্য সেতু’ অ্যাপ। আশপাশে কোথাও করোনা রোগী রয়েছে কি না, তা-ও জানা যায় অ্যাপের মাধ্যমে। ওই অ্যাপটি ট্রেনে এবং বিমানে সফরের সময় মোবাইলে থাকা বাধ্যতামূলক বলে নির্দেশও দেওয়া হয়েছিল।


কিন্তু কে বা কারা তৈরি করেছে ওই অ্যাপ? কেন্দ্রীয় সরকারের জবাবে সন্তুষ্ট নয় সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (সিআইসি)। এবার কেন্দ্রকে নোটিশ পাঠাল তারা। ‘আরোগ্য সেতু’র ওয়েবসাইটে বলা হয়েছে, ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি) এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক ওই অ্যাপটি তৈরি করেছে। কিন্তু একটি আরটিআই-এর জবাবে এনআইসি বলে, অ্যাপটি কারা তৈরি করেছে সে সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। অন্যদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ওই আরটিআই ন্যাশনাল ই গর্ভন্যান্স বিভাগে পাঠিয়ে দেয়। ওই বিভাগও শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে, এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। অ্যাপ নির্মাতাদের পরিচয় নিয়ে কেন্দ্রের এমন উত্তরে ‘ধোঁয়াশা’ রয়েছে বলেই মনে করছে সিআইসি।

কেন এমন ধোঁয়াশাজনকভাবে আরটিআই-এর উত্তর দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সিআইসি।