গুজরাতে দাদার ধর্ষণ, গর্ভবতী বোনের কন্যাসন্তান!
Web Desk, ABP Ananda
Updated at:
10 Nov 2017 12:45 PM (IST)
নয়াদিল্লি: নিজের দাদার লালসার শিকার বোন! গুজরাতের পাটান জেলার মেয়েটি দাদার ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়ে। গত সোমবার মেয়েটির একটি কন্যাসন্তান হয়। তারপরই দাদার 'কীর্তি' প্রকাশ্যে আসে।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণ) বোনকে যৌন নিগ্রহে অভিযুক্ত হয়েছে পাটানের সারিয়াদ গ্রামের ১৯ বছরের ছেলেটি। সে অবশ্য বেপাত্তা। প্রাথমিক ভাবে মেয়েটির বয়স ১৭ বলে খবর। তবে তার বয়স সঠিক ভাবে নির্ধারিত হওয়ার পর প্রয়োজনে নাবালক, নাবালিকা যৌন অপরাধ রোধ আইনও (পকসো) প্রয়োগ করা হতে পারে।
মেয়েটি সুস্থ আছে। তবে তার সদ্যোজাত কন্যা সঙ্কটজনক, তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মেয়েটির বিবৃতি রেকর্ড করা হয়েছে। তার অভিযোগ, প্রায় দিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তার মুখ চেপে রেখে তাকে ধর্ষণ করত দাদা। ৯ মাস চলেছে এই অত্যাচার। মেয়েটির দু ভাই।
এদিকে মেয়েটির মা বলেছেন, ও গর্ভবতী হয়েছে, বুঝতে পারিনি। ভেবেছিলাম, তলপেটে টিউমার হয়েছে। সোমবার বাচ্চা হওয়ার পরই সব জানতে পারি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -